ডার্ট প্রোগ্রামিং  001

ডার্ট প্রোগ্রামিং 001

ডার্ট হলো টেক-জায়ান্ট গুগলের তৈরি একটি ক্লায়েন্ট অপটিমাইজড প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। বর্তমানে বহুল জনপ্রিয় ওপেন সোর্স সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট 'ফ্লাটার' এর মূল ভিত্তি হলো ডার্ট প্রোগ্রামিং ল্যাংগুয়েজ । ২০১১ সালে এটি প্রথম রিলিজ করা হয় । দিন কে দিন এটার জনপ্রিয়তা বেড়েই চলেছে কারন এটি

  • ব্যাবহার করা সহজ

  • প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টি অনেক দ্রুত কাজ করে

  • ফ্লেক্সিবল

ডার্ট একটি অবজেক্ট ওরিরেন্টেড ল্যাঙ্গুয়েজ এবং এটি এমনভাবে ডিজাইন করা যে, যে কেউ এটি খুব দ্রুত , এবং কম সময়ে শিখতে পারবে ।

ডার্ট প্রোগ্রামিং শুরু করতে কি কি লাগবে ?

ডার্ট প্রোগ্রামিং শুরুর আগে, সবার প্রথমে আমাদের ডার্ট এর ওয়েবসাইট থেকে ডার্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট বা SDK ডাউনলোড করতে হবে । তারপর এটি কম্পিউটার এ ইনস্টল করে নিতে হবে । ইন্সটল করার জন্য এই ভিডিও টি দেখতে পারেন ।

এছাড়া কোড লেখার জন্য আমাদের প্রয়োজন হবে Code Editor / IDE. কোড এডিটর হিসেবে আপনারা Visual Studio Code আর IDE হিসেবে Intellij IDEA .

কোড এডিটর বা আইডিই ইন্সটল এর পর, আমাদের ফ্লাটার আর ডার্ট এর এক্সটেনশন ইন্সটল করতে হবে নিজস্ব মার্কেট প্লেস থেকে

VSCode MarketPlace

Idea MarketPlace

এখানে ফ্লাটার এক্সটেনশন ইন্সটল করলেই এর সাথে ডার্ট এক্সটেনশন ইন্সটল হয়ে যাবে ।

এরপরেই আমরা ডার্ট কোড লেখা শুরু করতে পারবো আমাদের সিস্টে এ .

..........এরপরের পর্বে আমরা ডার্ট এর বেসিক সমন্ধে একটা হালকা ধারনা নিব